চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় সিএনজি’র অপর এক যাত্রী।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৫টা নাগাদ উপজেলার নাজিরহাট আজম রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেহেনা আকতার তানিয়া (১৯) নামে এক শিক্ষার্থীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় আহত অন্য দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. পারভেজ (২৪) নামে অপর এক জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাত্রীবাহী একটি টেম্পু বিপরীত দিক থেকে আসা অপর এক সিএনজি’র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় কাজলি দাশ (৫০) নামে অপর এক মহিলা গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরী হাট সন্দীপ কলোনি এলাকার জাকির হোসেনের মেয়ে। সে ফটিকছড়ি পৌরসভা এলাকায় নানার বাড়ীতে যাচ্ছিল। নিহত অপর যাত্রী পারভেজ ফটিকছড়ির নারায়ণহাট ইউিপর জোজখোলা গ্রামের জনৈক মো. ইউছুফের ছেলে।
এ ব্যাপারে নাজিহাটস্থ হাইওয়ে থানার এস. আই শাহেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে থেকে দুটি গাড়ি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।