লালমনিরহাটে ডা*কাতির প্রস্তুতির সময় ৫ স’ন্দেহভাজন গ্রে*প্তার

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সীমান্ত আবাসিক হোটেলে তাদের গ্রেপ্তার করা হয়, যখন তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার আব্দুল হামিদ খান (৩৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিয়ানগর এলাকার লিটন মিয়া (৪৫), মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার হাঁটু বালিগাঁও এলাকার আয়নাল দেওয়ান (৩৮), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খলাপাড়া এলাকার নয়ন সরকার (৩৮) এবং ঢাকার কেরানীগঞ্জের রুইতপুর এলাকার আমির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সারা দেশে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাঁট-যুক্ত চেইন, দুইটি স্কচটেপ এবং একটি চাকু।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, ডাকাতরা আবাসিক হোটেলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email