বাউফলসহ সারাদেশে ধ*র্ষণের প্র’তিবাদে বিক্ষো’ভ সমাবেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণসহ দেশব্যাপী ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির প্রতিবাদে এবং বাউফল থানার প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউফল সরকারি কলেজ শাখার উদ্যোগে ওই কলেজ থেকে লালকার্ড হাতে নিয়ে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাউফল উপজেলার অন্যতম সংগঠক মুহাম্মাদ রুহুল আমিন, মুনতাসীর তাশরীফ, আয়েশাতুন্নেসা বর্ষা, পলাশ, মোহাম্মা রাহাত প্রমূখ।

বক্তারা বলেন, আমরা বারবার প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন আমাদের কথা শুনছে না। ধর্ষণ, খুন, চাঁদাবাজির মতো অপরাধ বাড়ছে, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের নিরাপত্তার জন্য কী করবো? আজকের লালকার্ড তাদের ব্যর্থতার বিরুদ্ধে আমাদের চূড়ান্ত বার্তা। একটি স্বাধীন দেশে নারীরা যদি নিরাপদ না থাকে, তাহলে সেই স্বাধীনতার অর্থ কী? আমরা চাই প্রশাসন আমাদের পাশে দাঁড়াক, দোষীদের শাস্তি নিশ্চিত করুক।

বক্তারা আরও বলেন, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা দেশের সামগ্রিক নারী নির্যাতনের ক্রমবর্ধমান চিত্রকে তুলে ধরেছে। খুন, চাঁদাবাজি, দখলদারি, রাহাজানি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির বিষয়েও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তাই তার পদে থাকা অযৌক্তিক।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি শুনেছি, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email