গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০), যিনি শহরের খানকা শরীফ এলাকার মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (৩০); তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোড এলাকা থেকে তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়ই এজাহারভুক্ত আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।