কক্সবাজারের ইনানি পাটোয়ার টেক মেরিন ড্রাইভ দেশীয় কলার প্রতি পর্যটকের ভিড়

 

পর্যটন নগরী কক্সবাজার প্রতিদিন কোন না কোন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বেড়াতে আসে।সাথে অনেকেই পুরো পরিবার নিয়ে আসেন,অনেকেই বন্ধু নিয়ে আসেন,অনেকেই সিং গেল স্বামী স্ত্রী মিলে, আবার অনেকেই বান্ধবী নিয়ে ঘুরতে আসেন। তাদের পছন্দের জায়গা গুলো ঘুরে ফিরে দেখেন,তার মধ্যে কক্সবাজারের উখিয়া ইনানি পাটোয়ার টেক অন্যরকম হিসেবে স্হান পেয়েছেন আগত পর্যটকদের কাছে

প্রতিদিন প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়িতে আসা পর্যটকদের দৃষ্টি এই জায়গায়, পর্যটকদের কাছে দেশীয় কলা,পেপে,তরমুজ,শসা,ডাব ও অন্যান্য ফলের প্রতি দৃষ্টি।পাহাড়ি/পাহাড়ের কিনারায় বসবাসরত মানুষের চাষ করা,কলা,শসা,তরমুজ,পেপে,ভুট্টা, ডাব ইত্যাদি ফরমালিন মুক্ত খাবার। বিভিন্ন পর্যটকদের কক্সবাজার টু টেকনাফ দীর্ঘ প্রায় ৯০ কিঃমিঃ রাস্তা একদিকে সমুদ্র দর্শন অন্য দিকে পাহাড় মাঝখানে সরু রাস্তা দিয়ে পর্যটকদের মন কাড়া প্রতিটি স্হানেই সুন্দর দেখতে মনোরম নিরিবিলি পরিবেশ। পাশাপাশি সম্পুর্ন নিরাপত্তা নিশ্চিত সহ আনন্দের একটি নির্দ্বিধায় চলে আসতে পারেন কক্সবাজার ও টেকনাফ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email