লংগদুতে ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থী মতবিনিময়

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্তৃক মনোনীত ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য আসনের প্রার্থীর পক্ষে রাঙ্গামাটির লংগদুতে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৩ টায় উপজেলার মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ২৯৯ নং রাঙ্গামাটি আসনে আগামী দিনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মেদ এর সাথে লংগদু উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধি ও উপজেলার সর্বস্তরের জনগণের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

উক্ত অনুষ্ঠানের শুরুতেই মোঃ আবু বক্কর এর কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

 

লংগদু উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী তাজ মাহমুদ এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোখতার আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর মাওলানা মোঃ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মানছুরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লংগদু উপজেলার প্রবীন সাংবাদিক, শিক্ষক, লেখক ও মৌজা হেডম্যান এখলাস মিঞা খান।
উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ ফোরকান আহমেদ, মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি বাবু স্বপন ধর, জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য খ. ম. মতিউর রহমান, মাইনীমুখ ইউনিয়ন (পূর্ব) আমীর প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, কালাপাকুইজ্জ্যা ইউনিয়ন আমীর মাওলানা মোঃ মাঈনুদ্দীন, ভাসান্যাদম ইউনিয়ন আমীর মোমোঃ আলা উদ্দিন, বগাচতর ইউনিয়ন আমীর ডাঃ ছিদ্দিকুর রহমান খোকন, গুলশাখালী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আশরাফুল ইসলাম, আটারকছড়া ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজ আহমেদ, মাইনীমুখ ইউনিয়ন (পশ্চিম) আমীর মোঃ আব্দুল জব্বার, লংগদু ইউনিয়ন আমীর মোঃ মঞ্জুরুল হক প্রমূখ্য।
সভায় জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামায়াতে ইসলামী বরাবরই একটি ইনসাফ ভিত্তিক মানবিক দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে জামায়াতে ইসলামী নিছক ক্ষমতার রাজনীতি করে না। কিন্তু এবার সারাদেশের জনগণের মাঝে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রের দায়িত্বে দেখার যে আকাঙ্খা তৈরী হয়েছে, সেটা ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক। আমরা জনআকাঙ্খার প্রতি সম্মান জানিয়ে সার্বক্ষণিকভাবে তাদের পাশে থাকবো এবং কেন্দ্র ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নে এই উপজেলার সর্বস্তরের প্রতিনিধি ও নেতৃবৃন্দের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

 

জেলা সেক্রেটারী মোঃ মানছুরুল হক বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করার জন্য জামায়াতের বিকল্প নেই। তাই জনগনের প্রতিটি ঘরে ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই।

জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মেদ তার বক্তব্যে বলেন, আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানুষের কল্যাণে কাজ করি। পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ বরাবরাই বঞ্চিত, আমরা সেই বঞ্চনার অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করতে চাই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email