বুড়িমারী স্থলবন্দরে ২২ দিন বন্ধের পর ভারত-ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি পুনর্বহাল

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি ২২ দিন বন্ধ থাকার পর রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুনরায় শুরু হয়েছে। আমদানিকারকদের সাথে ভারতীয় রপ্তানিকারকদের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১ ফেব্রুয়ারি বোল্ডার পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে স্থলবন্দরটি বন্ধ করে দেয় স্থানীয় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।  
সূত্র জানায়, ভারত ও ভুটানে বোল্ডার পাথরের ডলার মূল্য বৃদ্ধির কারণে আমদানিকারকরা ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছিলেন। এ অবস্থায় বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ভারত ও ভুটানের সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সাথে চিঠির মাধ্যমে দরপাত কমানোর তাগিদ দেন। দীর্ঘ আলোচনার পর পাথরের মূল্য কমিয়ে আমদানি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ভারতীয় আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের সাথে সরাসরি আলোচনা করে সমঝোতা হয়েছে। তিনি দাবি করেন, মূল্য কমানোর আন্দোলন প্রায় শতভাগ সফল হয়েছে।
এদিকে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, “ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে বাজার মনিটরিংয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকে পাথর আমদানি স্বাভাবিক হবে।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আমদানি বন্ধ থাকায় উত্তরাঞ্চলের নির্মাণশিল্পসহ সংশ্লিষ্ট খাতে বোল্ডার পাথরের সংকট তৈরি হয়। ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি পুনর্বহালের মাধ্যমে বাজার স্থিতিশীল হবে। তবে নতুন মূল্য কাঠামো এবং বাজার মনিটরিং কমিটির কার্যকর তদারকি কতটা সফল হয়, তা নির্ধারণ করবে ভবিষ্যৎ বাণিজ্যিক প্রবাহ।
স্থানীয় ব্যবসায়ী ও শিল্পখাতের সাথে সংশ্লিষ্টরা এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘমেয়াদি মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email