লালমনিরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকে’ল ক্যা’ম্প

সুস্থ জীবনধারা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার শহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় ৪০০ জনেরও বেশি নারী-পুরুষ বিনা খরচে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি এই অনুষ্ঠানে স্বাস্থ্যকে “সম্পদের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞানের চেয়ে বেশি সুখের” উপলব্ধি হিসেবে তুলে ধরেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সহযোগিতায় আয়োজিত হয়। এ সময় বিভিন্ন রোগীদের মধ্যে ডায়াবেটিস, রক্তচাপ, জন্ডিস, হাঁপানি এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা পরিচালিত হয়। এছাড়াও রোগীদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমি বীরপ্রতীক, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া এবং শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় জনগণের কাছে যথেষ্ট সাড়া ফেলেছে। এর মাধ্যমে অনেক দুর্বল অর্থনৈতিক অবস্থার মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা তাদের জন্য এক বড় সহায়তা হিসেবে প্রমাণিত হয়েছে এবং এর মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টাটি প্রশংসার সাথে গৃহীত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email