মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্নিক শরাফতের প্রাণ পুরুষ শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর আল মাইজভান্ডারি (ক.)’র ৫৮তম খোশরোজ শরীফ ও মহান ১২ ফাল্গুন উপলক্ষে আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মঞ্জিল ও সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে গরিব ও দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ চিকিৎসা সেবা চলে। চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, নাক কান গলা, স্ত্রী ও প্রসূতি, ডায়াবেটিস, চক্ষু, ব্লাড গ্রুপিং নির্ণয়সহ কয়েক’শ রোগী অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নেন।
ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠান উদ্বোধন করেন, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিত্তবানরা সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে গরিবদের ভাগ্য বদলে যাবে। মানবিক দায়িত্ব ও মমত্ববোধ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদের। সমাজসেবা ও জনকল্যাণে আত্মোৎসর্গীত হওয়াই ওলি-বুজুর্গ ও সাধক-মনীষীদের জীবনদর্শন ও শিক্ষা।
তিনি আরো বলেন, শাহ্সূফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীসহ মাইজভাণ্ডারি মহাত্মাগণের শিক্ষাই হচ্ছে মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকা।
চিকিৎসা ক্যাম্পেইনে চিকিৎসকদের মধ্যে চিকিৎসা দেন প্রসূতি ও স্ত্রী রোগ অভিজ্ঞ ডা. আঞ্জুমান আরা সবুর, ডা. পূঁজা নন্দী, ডা. মতিউর রহমান, ডা. মেহরাজ হোসেন, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. মো. শাহিনুর রহমান, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শীপন মিয়া, ডা. নুরুল আনোয়ার হিরণ প্রমুখ।