সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ স্মরণে খাগড়াছড়িতে শোকসভা

একেএম মকসুদ আহমেদ দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘ ৫৬ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন
শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একেএম মকসুদ আহমেদ ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ। তার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিক মহলে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
সাংবাদিক নেতারা আরও বলেন, তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সংবাদ জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন আপসহীন ও নিষ্ঠাবান সাংবাদিক, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
একেএম মকসুদ আহমেদ-এর স্মরণে আগামী দিনগুলোতেও নানা কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তার স্মরণে স্থায়ীভাবে কিছু করার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা।
সাংবাদিকরা বলেন, তরুণ প্রজন্মের সাংবাদিকদের তার আদর্শ অনুসরণ করা উচিত। তার মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে। শোকসভায় উপস্থিত সবাই তার রূহের মাগফিরাত কামনা করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email