শিক্ষা সফরে আর যাওয়া হলো না শি’ক্ষার্থী রাশেদুলের

জামালপুরের, সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে মাথা বের করে রাখা অবস্থায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিকে যাওয়ার পথে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাশেদুল সরিষাবাড়ী উপজেলার আদ্রা গ্রামের সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়,শনিবার সকালে স্কুল থেকে গাজীপুর সাফারি পার্কে দুইটি বাস পিকনিকে যাচ্ছিলো। সোনাকান্দর মোড় এলাকায় পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করে রাশেদুল। এ সময় ওই সড়কে থাকা কাঁঠাল গাছের সঙ্গে মাথায় ধাক্কা লাগে তার। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাশেদুল।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email