আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি “অমর একুশে” ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে।
মাতৃভাষার প্রতি শহীদদের আত্মবলিদান কে স্বরণীয় করে রাখতে পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠী ছাত্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে হারিয়ে যাওয়া ম্রো ভাষা সংরক্ষক,লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো এর নিজ হাতে প্রতিষ্ঠিত বান্দরবানের টংগাবতি ইউনিয়নে ‘আরুং আনৈই’ স্কুল ও ছাত্রাবাসে শিক্ষা সহায়তা উপকরণ উপহার হিসেবে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে প্রদান করা হয়েছে।
এসময় পিসিসিপি সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল বলেন ‘১২ জাতির ঐক্যতান সম্প্রীতির বান্দরবান’ গড়ার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের সমঅধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দূর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে আগামীতেও আমরা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির হোসেন ইমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।