ভাষা শহীদদের স্মরণে ঈদগাহ প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

‘অমর ২১শে ফেব্রুয়ারি’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৫২’র ভাষা শহীদদের স্মরণে ঈদগাহ প্রেসক্লাব উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বশিরুজ্জামানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য দৈনিক নয়া দিগন্ত’র প্রতিনিধি আতিকুর রহমান মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, বাপা ঈদগাঁও শাখার সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন রবিন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য আবু বক্কর ছিদ্দিক, মোজাফফর আহমদ, রবিউল আলম রবি ও তাহসিন মেহেরাব শাওন।

অনুষ্ঠানে বক্তারা মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অমর একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষা চালু করার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email