বিন’ম্র শ্র’দ্ধা ও ভালোবাসায় পাহাড়ে অ’ম’র একুশে উদযাপন

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বান্দরবানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের শুরুতে ০.০১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার)সহ জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। সকলে গান একুশের কালজয়ী গান- “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। সকাল ৯.৩০ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার,আলোচনা সভা, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email