নীলফামারীতে প্রথম প্রহরে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

 

ভাষা কেবল ভাব বিনিময়ের মাধ্যম নয়, এটি আত্মপরিচয়ের ভিত্তি ও হৃদয়ের গভীরতম অনুভূতির প্রকাশ। মাতৃভাষা সেই সুমধুর সুর, যা শিশুর কানে প্রথম ধ্বনিত হয়, যে ভাষায় সে প্রথম হাসে, কথা বলে ও স্বপ্ন দেখে। মাতৃভাষা আমাদের অস্তিত্বের গভীরে প্রোথিত শেকড়, যা বিচ্ছিন্ন করা অসম্ভব। ওসব কথা বলেছেন নীলফামারী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।

 

নীলফামার জেলা কৃষকদলের আহবায়ক প্রফেসর ওলিউর রহমান হেলাল বলেন মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা। যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষা অর্জন করেছি তাদের প্রতি সকলের কৃতজ্ঞতা স্বীকার করা একান্ত কাম্য।

 

সারা বিশ্বে ন্যায় নীলফামারীতে সকল পেশার লোকজন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক,শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠন সহ সকল পেশার সকল শ্রেণীর লোকজন।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাচ ধারণ,শোক মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

 

এছাড়া দিনটিকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন পেশার লোকজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email