ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া প্রগতি সংঘ এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদিন ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রুহিয়া প্রগতি সংঘ ক্লাব এর আয়োজনে সকালে ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন শামসুল আলম সাধারণ সম্পাদক,২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি, জিল্লুর রহমান (শপথ) সাংগঠনিক সম্পাদক,২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি, ইন্তাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, লুৎফর রহমান ইউপি সদস্য ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন,ইসাক আলী বিশিষ্ট ব্যবসায়ী,রুহিয়া গিন্নিদেবী আগরওয়ালা মহাবিদ্যালয়, ইংরেজি প্রভাষক শফিক
ও রুহিয়া প্রগতি সংঘের সাবেক খেলোয়াড়দের মধ্যে মনোয়ার হোসেন, বুলবুল ইসলাম, আনসারুল ইসলাম ,আব্দুল জলিল, আল-সাদিক মিলন চৌধুরী (অধিনায়ক),খেলোয়ার,রুবেল,মাহিন,মারুফচৌধুরী,তহিদুল, রিসাদ,হানিফ, মামুন, রিয়াজ প্রমূখ্য।