বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী।
গতকাল বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে যেতে না যেতেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। অবস্থা যা দাঁড়িয়েছিল, তাতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। তবে ড্রাইভারের দক্ষতায় এ যাত্রায় বেঁচে যান সৌরভ।
ভারতের সাবেক অধিনায়কের কিছু না হলেও গাড়ি বহরের দুটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় সৌরভের মতোই সবাই অক্ষত আছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল সকালে সৌরভ যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে দাঁতনপুরে আচমকা একটি লরি (ট্রাক) সৌরভের গাড়িকে ওভারটেক করে সামনে গিয়ে কিছুটা গতি কমিয়ে দেয়। এ অবস্থায় সৌরভের রেঞ্জ রোভারের ড্রাইভার ব্রেক চেপে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেন। কিন্তু গাড়িবহরের পেছনের গাড়িগুলোর ড্রাইভার এটি বুঝতে পারেনি। ফলে একটার সঙ্গে অন্য আরেকটা করে গাড়ি ধাক্কা খেতে থাকে। এর মধ্যে একটা গাড়ি পেছন থেকে আঘাত করে সৌরভের গাড়িকেও।
সৌভাগ্যবশত, সৌরভসহ গাড়িবহরের কেউ হতাহত হননি। ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, এ সময় গাড়ি থেকে নেমে এক্সপ্রেসওয়ের পাশে ১০ মিনিটের মতো দাঁড়িয়ে থাকেন ভারতের সাবেক অধিনায়ক। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রতিশ্রুতি মোতাবেক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সৌরভ। একইসঙ্গে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছু উল্লেখযোগ্য মুহূর্তও শেয়ার করেন তিনি।