শি’বির ছিলাম না, উপদেষ্টা রিজওয়ানাও চাচী নন : তাসনিম জারা

ছাত্রশিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও চাচী নন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক ডা. তাসনিম জারা।

বর্তমান সরকারের একজন উপদেষ্টার স্বজন, ছাত্রশিবিরসহ অন্য রাজনৈতিক দলে সম্পৃক্ত ছিলেন— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এমন প্রচারণাও আছে। সেসব অপপ্রচার-গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তরুণ এই চিকিৎসক ও রাজনীতিক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন, ‘আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও আমার চাচী নন।’

তার পোস্টটি দৈনিক বায়োজিদ এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্যগুলো হলো:
১। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচী বা চাচাতো বোন নয়।
২। আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না।
৩। পাইলস, যৌন রোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ডা. তাসনিম জারা বর্তমানে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান।

তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল (ডিসটিঙ্কশন) অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email