বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক না’রী কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে ফেসবুকে স্টাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে ওই কনস্টেবল আ’ত্মহ’ত্যা করেছেন বলে স্থানীয়রা ধারনা করছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের বনরূপা পাড়ায় বাসকরা ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জেলা পুলিশ।
এলাকাবাসী সূত্র জানা জানা যায়, রাতের খাবারের পর রুম্পা আলাদা কক্ষে ঘুমাতে যান। সকালে দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। রূম্পা দাশ তার ফেসবুক স্টোরিতে লিখেন “একদিন পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে। ভগবানের কাছে প্রার্থণা করি সবাই ভালো থাকুক।”
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। নিহত রুম্পার স্বামী পুলিশ কনস্টেবল সৌরভ দাশ ঢালী। তারা চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা।
সংবাদটির পাঠক সংখ্যা : 100