টেকনাফে মা’দ’ক ব্যব’সায়ীকে যা’বজ্জী’বন কা’রা’দন্ড

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ার বাসিন্দা, মৃত রাবেয়া খাতুনের পুত্র হাসেম (৪০)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ৩ জুন সকাল ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৫ এর একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ায় অভিযানে যায়। অভিযানে হাসেমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির শোকেস থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর র‍্যাব-১৫ এর পুলিশ পরিদর্শক রফিক আহমেদ মজুমদার বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email