কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দীর্ঘদিন দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) কুতুপালং বালুর মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার, ১৪ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার আকবর হোসেন’র বদলীজনিত সংবর্ধনা দিয়েছেন ক্যাম্পের অন্যান্য সতীর্থরা।
১২ ফেব্রুয়ারী(বুধবার) ১৪ এপিবিএন, উখিয়াস্থ অধিনায়কের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায়, মোহাম্মদ তয়াছির জাহান বাবু অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), সকল ক্যাম্প কমান্ডার ও অফিসারগণ।
অনুষ্ঠানে ব্যাটালিয়নের সতীর্থদের পক্ষ থেকে বদলিকৃত আকবর হোসেন’র হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : 116