চকরিয়ায় সড়ক দু’র্ঘ’টনায় এক মোটরসাইকেল আরোহী নি’হত 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  চকরিয়ার নলবিলা বিটস্থ ডলমপীর শাহ মাজার সংলগ্ন এলাকায় গ্রীণলাইন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিসান নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দূর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী জিসান আলীকদম আবাসিক এলাকার ছৈয়দ আহমদের পুত্র।
জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহীর বাড়ি আলীকদম। তারা দুইটি মোটরসাইকেল যোগে ৪ জন আলীকদম থেকে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। গ্রীণলাইন বাসের বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল পার হতে পারলে আরেকটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে অপরজন সুস্থ আছে।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, সকাল সাড়ে আটটার দিকে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হন। তবে বাস ধরার জন্য তা খুঁজে বের করার চেষ্টা চলছে।  আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ  হস্তান্তর করা হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email