সৈকতে ৩ ছি’নতা’ইকারী গ্রে’ফ’তার, মোবাইল ও টাকা উ’দ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে হাতনাতে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমান কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদ মো: সোহেল (২০) এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬)।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়৷ খবরটি পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের একটি দল।
অভিযানে তিন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয় হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email