ফুলবাড়ীতে কলেজ শিক্ষকসহ আ: লী’গের ২ নেতা গ্রে’ফ’তার

ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন সহ আওয়ামীলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) রাতে তারা বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধর্মপুর গ্রামের অনীল চন্দ্র সেনের ছেলে এবং উপজেলার সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন (৪৮) ও উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ২ নং চর গোরকমন্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি এবং ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে মো. সমেশ উদ্দিন (৪৭)।
পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email