লক্ষ্মীপুরে গৃহবধূর  ঝু’লন্ত লা’শ উ’দ্ধার, হ’ত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন থেকে রুমি আক্তার (২২) নামে এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদ ভূইঁয়ার বাড়ি থেকে ঘরের ফ্যানের সাথে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্বজনদের দাবি, গৃহবধূকে হত্যা করা হয়েছে। গৃহবধূ রুমি একই বাড়ির প্রবাসী শাকিলের স্ত্রী ও একই এলাকার মুকবুল আহম্মের মেয়ে।
মৃতের ভাই সহিদ ও রশিদ বলেন, শুক্রবার আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে। এ বিষয়ে রাতে বোনের সাথে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। সকালে তার মৃত্যুর কথা শুনে ছুটে আসি। বোনকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন তারা।
স্থানীয়রা জানায়, গৃহবধূ রুমি আক্তার রাতে তার ছোট দুই দেবর সাইমুন (১০) ও রাফি (১০) সাথে একই খাটে ঘুমায়। ওই সময় শ্বাশুড়ি ঘরে ছিল না। সকালে দাদি শ্বাশুড়ি ঘরের দরজায় ডাকাডাকি করলে দুই দেবরের ঘুম ভেঙে গেলে তারা ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার দেয়।
স্থানীয়রা বলেন, এই অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। মারা যাওয়ার সময় রুমি লাফালাফি করলে পাশে থাকা তার ছোট ২ দেবরদের ঘুম ভেঙে যেতো। বিষয়টি সন্দেহজনক।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email