বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন এবং সাম্যের ভিত্তিতে দেশ গড়তে হবে,
যেখানে সুশাসন নিশ্চিত হবে সে রকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মেলন ও চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন জন্মগতভাবে মানুষ সাহসী হয়ে জন্মালেও শিক্ষার মাধ্যমে মানুষ বীরত্বের পরিচয় লাভ করে, মানুষ তাঁদেরকে স্মরণ রাখে যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন মানবিক, পৃথিবীর জন্য অবদান রেখেছেন, শিক্ষকরাই জাতিকে এই শিক্ষা দিয়ে থাকেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও চড়ুইভাতি সভায় প্রধান অতিথি বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বৈষম্যহীন সাম্যের সুশাসনের শক্তিশালী বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় পেকুয়া সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম, ফৈয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। এর আগে তিনি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 93