চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ” শিশুদের আগামীর সুন্দর ভবিষ্যতে গঠনে মা’দের ভূমিকা “শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী)সকাল এগারোটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়ায় অবস্থিত বর্ণমালা হাতেখড়ি স্কুল আয়োজিত মা সমাবেশে স্কুলের পরিচালক মনছুর আলম মুরাদ’র সঞ্চালনায় এবং আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদ’র প্রধান উপদেষ্টা এবং খোয়াজনগর ৪নং ওয়ার্ডের মেম্বার তাহের আহমদ।
এ সময় ইউএনও মাসুমা জান্নাত বলেন,মা রা সকাল থেকে রাত অবধি কাজ করে সন্তানের ভবিষ্যত চিন্তা করে।শিশুদের সুন্দর ভবিষ্যত গঠনে মা’দের বিকল্প নেই।বর্তমান অনেক মায়েরা সন্তানের ভবিষ্যত চিন্তা করে চাকরি করেন।তাদের সকলের চিন্তা থাকে সন্তান কে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন সে নিয়ে।
তিনি আরো বলেন,প্রতিটি বউদের উচিৎ সন্তানের পাশাপাশি পরিবারে শুশুর শাশুড়িদের কে ও মূল্যায়ন করা।বয়স্ক অবস্থায় মা-বাবার খোঁজ খবর নেওয়া,সেবা করা,তদারকি করা সন্তানের নৈতিক দায়িত্ব। তাই সন্তান কে এমন শিক্ষা দেওয়া উচিৎ যাতে তাদের মধ্যে আর্দশ বিরাজমান থাকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,স্কুলের শিক্ষক আল আমিন মুন্না,ইয়াসমিন আক্তার জান্নাত,ইসরাত জাহান ইভা,নুর হালিমা আনিকা,মোহাম্মদ সিহাব প্রমূখসহ স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বৃন্দ।