টেকনাফে বিপুল পরিমাণ ই’য়া’বা উ’দ্ধা’র

মিয়ানমার থেকে নাফ নদীর মাধ্যমে টেকনাফে পাচারকালে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আদমের জোড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, পাচারকারীরা নৌকাযোগে নাফ নদী পেরিয়ে কেওড়া জঙ্গলে প্রবেশের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে কর্দমাক্ত স্থানে লুকানো চারটি ব্যাগ ও বস্তায় বিশেষ মোড়কজাত ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
সচেতন মহলের দাবি মায়ানমার এর মাদক কারবারি ও সে দেশের সরকারের পৃষ্টপোষকতায় বাংলাদেশ কে তারা মাদকের নিরাপদ রুট ও বাজার হিসেবে ব্যবহার করতেছে ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোষ্টগার্ড, পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর নিয়মিত ও বিশেষ অভিযানের পরও কোন ভাবে মাদকের চালান আনা বন্ধ করা যাচ্ছে না ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email