জামালপুর সদর উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

 

জামালপুর সদর উপজেলা স্কাউটস এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)সকালে উপজেলার হলরুমে সদর উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, সিংহজানী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান। ত্রিবার্ষিক কাউন্সিলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি কে সভাপতি বাঁশচড়া এসবিজি মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামকে কমিশনার, আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহ (৫জন সহ সভাপতি), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম আলম সহ ১৩জন সদস্য নির্বাচিত হন। এ বিষয়ে নবনির্বাচিত কমিশনার বাঁশচড়া এসবিজি মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন জামালপুর সদর উপজেলা স্কাউটস কে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো। এই জন্য চাই সকলের সহযোগিতা ও দোয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email