বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুরের গ্রামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
স্থানীরা জানায়, উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, তার আরেক ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন থাকতেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা টানা ১ঘন্টা এ হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় কাদের মির্জার দ্বিতলা বিশিষ্ট ভবনে। ছাত্র-জনতা কাদের মির্জার ঘরের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এরপর ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ছোট ভাই শাহাদাত হোসেনের ঘরে হামলা চালানো হয়। এসময় ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শাহাদাতের এক তলা বিশিষ্ট ভবনের সামনে চৌচালা টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে হামলা ও নিপীড়ন চালিয়েছিল তার মাস্টারমাইন্ড ছিলেন, ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশে চলছিল শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের বেশির ভাগ অপকর্মের মূলহোতা ওবায়দুল কাদের।