ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।

এছাড়া ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদু রহিম মুন্সিসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী—এই চারটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন খেলায় অংশ নেয়।

বর্ণিল সাজে সজ্জিত বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের প্রতিযোগিতা দেখতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোজাম্মেল হক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email