টেকনাফে পাঁচজন কাঠুরিয়াকে অ*পহ*রণ করেছে দু*র্বৃত্ত*রা

টেকনাফে পাঁচজন কাঠুরিয়াকে পাহাড়ি এলাকায় অপহরণ করেছে দুর্বৃত্তরা। তারা পাহারে কাঠ সংগ্রহ করলে গেলে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়।

৫ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমাপাড়া সংলগ্ন পূর্বপাশের পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া ও বাইন্ন্যাপাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে আবুইয়া (২০)।

বাহারছড়া ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ‘সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া ও বাইন্ন্যাপাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। একপর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে পাঁচ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়। দুর্বৃত্তদের কবল থেকে ফিরে আসা লোকজন জানিয়েছেন, দুর্বৃত্তরা মুক্তিপণ আদায়ের জন্য পাঁচ জনকে আটকে রেখেছে। ওই দশ জন বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের জানিয়েছেন।’

এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, আমরা শুনেছি ৫ জন অপহরণের স্বীকার হয়েছে। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। এরপরও খবর পেয়ে আমরা ফোর্স পাঠিয়েছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email