লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হা*মলার ঘটনায় গ্রে*প্তার ৩

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও খবর কাগজের জেলা প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় জড়িত ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

বুধবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্দার বাড়ির হারুনুর রশিদ খোকার ছেলে তারেক আজিজ (২৫), একই ইউনিয়নের কংশনারায়নপুর গ্রামের সরোয়ার হোসেনের পুত্র আরিয়ান হোসেন সৌরভ , গণেশ শ্যামপুর গ্রামের নুর নবী প্রকাশ আবদুল্লাহর পুত্র জাহিদ হাসান আলামিন। পুলিশ সূত্রে জানা যায় অভিযানে কালে সন্ত্রাসী  তারেক আজিজের বাড়ি থেকে পুলিশ আধা কেজি গাঁজা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আরো একটি মামলায় গ্রেপ্তার পরানো রয়েছে। অপর আসামি জাহিদ হাসান আলামিনের বিরুদ্ধে ও একটি মাদক মামলা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও পাঁচ ছয় জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করা হয়েছে। মামলার এজার ভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তিনি জানান সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা। তদন্ত করে ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার বিকালে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ শ্যামপুর এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা দৈনিক খবরের কাগজ লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম ও দৈনিক আমার সময় প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ও  চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে।

এ সময় দৈনিক আমার সময় প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, দৈনিকখবরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় জনতা পুলিশের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য  বুধবার ঢাকায় রেফার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email