মাইন বিস্ফো’র’ণের এবার মিয়ানমার থেকে গো’লাগু’লির শব্দ 

 

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) মাইন বিস্ফোরণের পর এবার মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দ শোনা এলো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে।

সোমবার রাত আনুমানিক ১১ টা ৫৫ মিনিটের সময় বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ফুলতলী ৯ নং ওয়ার্ড এলাকায় এ শব্দ শোনা যায়। এসময় সীমান্তের ৪৭ নং পিলার এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাগুলির বেশ কয়েকটি শব্দ ফুলতলী এলাকায় শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন সীমান্তের কাছে বসবাস কারি আমাম্মদ, মোঃ নুর হোসেন সহ আরো কয়েকজন মানুষ।

স্থানীয় সুত্রে জানা যায়, ঐ সীমান্ত এলাকায় সোমবার (৩ ফ‍েব্রুয়ারি) দুপুর আনুমানিক ১ টার সময় মিয়ানমারের একটু ভেতরে তরিক উদ্দিন (১৭) নামের এক বাংলাদেশী যুবক অবৈধভাবে পণ্য ও গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে বাম পায়ের নিছের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমামারের ৪৭/৪৮ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে, স্থানীয় চোরাকারবারিরা বাংলাদেশ থেকে প্রায় সব ধরনের মালামাল মিয়ানমারে পাচার করছে। পাশাপাশি মিয়ানমার থেকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে অবৈধ গরু, মহিষ, চাগল, সুপারি সহ নেশা জাতীয় দ্রব্য। উক্ত চোরাই কাজ সম্পন্ন করার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি’র পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে বাংলাদেশী নাগরিকদের মৃত এবং অঙ্গহানির মত ঘটনাও ঘটেই চলছে। এই চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে বিজিবি দিনরাত নিরলস ভাবে কাজ করে গেলেও গহীন অরণ্যের ফাঁক ফোকর দিয়ে চোরাকারবারিরা তাদের চোরাই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email