বিএনপি নেতা স’ন্ধা’নের দা’বিতে উত্তাল লক্ষ্মীপুর

 

লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে তার পরিবার,বিএনপি ও স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী।

মঙ্গলবার ৪ জানুয়ারী সকাল ১০টায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুই পাশে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,‘আমরা গুম হওয়া ওমর ফারুকের সন্ধান চাই। তাকে জীবিত ফেরত চাই। ওমর ফারুককে যদি হত্যা করে থাকে তাহলে আমরা লাশ ফেরত চাই।’

ওমর ফারুকের সন্তান ইমন ওমর তার বাবার বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান।

জানা গেছে,২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার চট্টগ্রাম পতেঙ্গার আত্মীয়র বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবদুল হাই,থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার,সন্তান ইমন ওমর ,বিএনপি নেতা আবদুস সহিদ ,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতির লোকমান হোসেন,সদস্য সচিব তুহিন চৌধুরী শ্রমিক দলের আহবায়ক আহসান উল্যাহসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ বক্তব্য দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email