নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ল্যান্ড মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক বাংলাদেশী যুবকের বাম-পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১ টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে পণ্য ও গরু আনতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহীদের পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। তরিক উদ্দিন রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।
স্থানীয় তথ্যসূত্রে জানা যায়, তরিক উদ্দিন সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে। তারা ৪৮ নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়ে তরিক উদ্দিনে’র বাম-পা’র গোড়ালির নিচে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে, তার সাথে থাকা লোকজন আহত তরিক উদ্দিন কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ইদানীং কালে নাইক্ষ্যংছড়ি বাজার ও গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। পাশাপাশি মিয়ানমার থেকে আসছে ইয়াবা, সুপারী এবং অবৈধ গরু। প্রতিদিন উপজেলার সীমান্ত লাগোয়া ফুলতলী, আশারতলী, জামছড়ি, চাকঢালা, লেমুছড়ি, বাইশ ফাঁড়ী, তুমব্রু, পশ্চিমকুল, জলপাইতলী, নোয়াপাড়া ও মধ্যম পাড়া এলাকা দিয়ে লাখ-লাখ টাকার মালামাল মিয়ানমারে পাচার হচ্ছে। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সীমান্তে মাইন ল্যান্ড বিস্ফোরণে তরিক উদ্দিন নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হওয়ার খবর শুনেছি। বিষয়টি সীমান্ত এলাকা হওয়ায় বিজিবি দেখছেন বলেও জানান ইউএনও।