দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বান্দরবানের দীর্ঘ সাত বছর পর জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২ ফেব্রুয়ারি ২০২৫ রোজ রোববার সকালে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি জানা যায়।

কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ এবং সদস্য মাম্যাচিং।

বিএনপি নেতারা জানান, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি এবং জাবেদ রেজা’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও দীর্ঘ সাতটি বছর টানাপোড়েনে জেরী- মাম্যাচিং দু’ভাগে বিভক্ত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি। নবনির্বাচিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ।

নতুন এই কমিটির হাত ধরেই এগিয়ে যাবে বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি’র নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email