দক্ষিণ জেলায় আহ্বায়ক কমিটি বোয়ালখালীতে বিএনপির আনন্দ মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বোয়ালখালীতে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো.শহীদুল্লাহ্ চৌধুরী, সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সুজন, বিএনপি নেতা মুসলিম উদ্দিন, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, মোহাম্মদ ইউনুস, কাজী কামাল, মঞ্জুর হোসেন, জানে আলম, এমদাদ হোসেন, আজগর, শাহাজান, খালেক, আবুল কালাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াছ চৌধুরী, যুবদল নেতা মোরশেদ, জাহাঙ্গীর, ফরিদুল আলম, হাসান, নাজিম, জেলা জিসাসের সহ-সভাপতি পরিতোষ, দপ্তর সম্পাদক দিদার আলম, পৌর জিসাস সভাপতি জাহাঙ্গীর মাস্টার, সাধারণ সম্পাদক সাদ্দাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ, যুগ্ন আহবায়ক আমির হোসেন প্রমুখ।

মিছিল শেষে কালুরঘাট বাদামতলে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।

গত ২ ফেব্রুয়ারি ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email