পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে কিন্তু পরিচ্ছন্ন হয়নি ঢাকা আলিয়ার হলের আঙিনা  

ঢাকা আলিয়ায় গত ২৬-ই জানুয়ারি উৎসবমুখর আয়োজনের মাধ্যমে   উদ্বোধন করা হয় পরিছন্নতা সপ্তাহের। পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন ঢাকা আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীর।

গত ২২ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল কবীরের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে পরিচ্ছন্নতা সপ্তাহের তারিখ ঘোষণা করা হয়। নোটিশে উল্লেখ করা হয় “প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সংলগ্ন এলাকা, আল্লামা কাশগরী রহ. হল,  মুফতি আমিমুল ইহসান রহ. হল ও মাদ্রাসার মাঠ আগামী ২৫ হতে ৩০ জানুয়ারি ২০২৫ খ্রি. পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে। একদিন বিলম্ব করে ২৬ জানুয়ারি রোজ রবিবার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয় এতে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

মুফতি আমিমুল ইহসান রহ. হলের সামনে জমাটবদ্ধ পানি নিষ্কাশনের কাজ খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ করতে দেখা গেলেও হলের চারপাশের ময়লা-আবর্জনা এখনো পরিচ্ছন্ন করা হয়নি।

মুফতি আমিমুল ইহসান হলে অবস্থানরত আলিমের শিক্ষার্থী রেদওয়ান মাহি বলেন,  আমাদের হলের পিছনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন কাজই করা হয় নাই। পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ কিন্তু ময়লা-আবর্জনা তো আগের মতোই রয়ে গেল আমরা পরিচ্ছন্নতা সপ্তাহের কোন সুফল পাচ্ছি না।

অন্যদিকে আল্লামা কাশগরী রহঃ হলের গেট দিয়ে ঢুকার পথে বাতরুমের দুর্গন্ধ এবং এখনও মেরামত করা হয়নি বাতরুমের লিকেজ পাইপ এতে করে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে  হলে অবস্থানরত ছাত্রদের। শিক্ষার্থীরা একাধিক বার হল প্রশাসনকে জানিয়েও আশানুরূপ কোন ফল পাইনি। কথা ছিল পরিচ্ছন্নতা সপ্তাহে সবকিছু ঠিক হয়ে যাবে।
পরিচ্ছন্নতা সপ্তাহ ও আল্লামা কাশগরী রহ. হলের বাতরুমের পাইপ মেরামতের বিষয় ভারপ্রাপ্ত হল প্রভোস্ট আব্দুর রহিমের  কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অতি দ্রুত সময়ে মধ্যেই এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। ইতি মধ্যে সংশ্লিষ্ট লোকজনের সাথে ও সিটি কর্পোরেশনে সাথে আমার এ বিষয় কথা হয়েছে। আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমরা কাজ শুরু করতে পারবো, আর হলের আঙিনায় যে ময়লা-আবর্জনা এখনো আছে তা চলমান ফাজিল (স্নাতক) পরিক্ষার জন্য পরিস্কার করা যাচ্ছে না এই সপ্তাহের ভেতরেই  সময় নিয়ে আমরা পরিষ্কার করবো।

ঢাকা আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  প্রফেসর মোঃ আশরাফুল কবীরের কাছে পরিচ্ছন্নতা সপ্তাহের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা অতি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করবো, আমাদের ফাযিল পরিক্ষা চলমান থাকায় একটু বিলম্ব হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই আমরা পরিচ্ছন্নতার কাজ শেষ করবো।
ঢাকা আলিয়ার হলে অবস্থানরত শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাস প্রশাসন ও হল প্রশাসন অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করুক, এই নোংরা পরিবেশ থেকে রোগজীবাণুসহ ডেঙ্গু হওয়ার শঙ্কা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই সুস্থ পরিবেশে থেকে ভালোভাবে পড়াশোনা করতে চায় ঢাকা আলিয়ার হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email