চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফার্মেসিতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার ফার্মেসি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুর ৩টায় পরিচালিত এই অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রি করার দায়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’
অভিযানে জব্দ করা নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত শাকপুরা মেসার্স সৈয়দ শাহগাজী (রঃ) ফার্মেসি এর স্বত্বাধিকারী জিন্নাত সুলতানাকে ২০ হাজার, শাকপুরা মেসার্স নিউ রঘুনাথ ফার্মেসি এর স্বত্বাধিকারী মিটু ভট্রাচার্য্যকে ২০হাজার, কানুনগোপাড়া মাস্টার মেডিকো এর স্বত্বাধিকারী রয়েল দাশকে ১০ হাজার এবং কানুনগোপাড়া মেসার্স সেবা ফার্মেসি এর স্বত্বাধিকারী সুমন মজুমদারকে ২০হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবিদ আহসান।