বান্দরবান স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন

বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে  অনূর্ধ্ব ১৭ ( বালক,বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা স্টেডিয়ামে উদ্বোধন ঘোষণা করেন নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এর আগে একই স্থানে প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা)  গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্রীড়ার মাধ্যমে শিশুদের মেধা বিকাশ এবং অন্যায় হতে বিরত রাখা সম্ভব। বর্তমানে কিশোর গ্যাংসহ নানা অনিয়মে শিশুরা জড়িয়ে যাচ্ছে নিজের অজান্তেই। তাই অবিভাবকদের উচিত বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি সন্তানদের মাঠে নিয়ে আসা। এছাড়াও দেশ বিদেশে আমাদের সন্তানরা ক্রীড়ার মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছে।
উদ্বোধন এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  এস, এম, মঞ্জুরুল হক, বিদ্যালয়সমূহের শিক্ষকগণ প্রমুখ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email