বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুল মোড় এলাকায় রাস্তায় গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,
বগুড়া নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ রোড়ের থেলকুড় মোড় এলাকায় রাত ১০টা নাগাদ প্রায় ২৫-৩০জন ডাকাত রাস্তায় গাছ ফেলে রোড ডাকাতি করেছে। ট্রাক,সিএনজি, মটরসাইকে, অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে অনেকের হাত পায়ে ব্যাপক চোট লেগেছে।প্রায় ৩০টির ও বেশি যানবাহনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হয়ে সংকটমুক্ত হয়েছেন অবরুদ্ধ যানবাহন ও যাত্রীরা।সকলের কাছে থাকা,স্বর্ণ, টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।