বগুড়ায় সড়কে গাছ ফেলে ডা’কা’তি

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুল মোড় এলাকায় রাস্তায় গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,
বগুড়া নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ রোড়ের থেলকুড় মোড় এলাকায় রাত ১০টা নাগাদ প্রায় ২৫-৩০জন ডাকাত রাস্তায় গাছ ফেলে রোড ডাকাতি করেছে। ট্রাক,সিএনজি, মটরসাইকে, অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে অনেকের হাত পায়ে ব্যাপক চোট লেগেছে।প্রায় ৩০টির ও বেশি যানবাহনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হয়ে সংকটমুক্ত হয়েছেন অবরুদ্ধ যানবাহন ও যাত্রীরা।সকলের কাছে থাকা,স্বর্ণ, টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email