পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম এর সভাপতিত্বে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ তারুণ্যের উৎসব২০২৫ দেয়ালিকা ও গ্রাফিতির উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন- এই সময় বক্তারা বলেন- শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষার কোন বিকল্প নেই, বয়স লাগে না। আজ বাংলাদেশের প্রত্যেকটি কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। সত সাহসী উদ্যোমী তরুণরাই স্বাধীনতা এনে দিয়েছে এই বাংলার মাটিতে। তরুণ ছাত্র ছাত্রীদের হাত ধরে দেশ থেকে সন্ত্রাস, হয়রানি, নির্যাতন, ঘুষ বাণিজ্যের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল কাদের, সিঃ শিক্ষক আনোয়ারুল করিম, ইয়াছমিন সোলতানা, মর্জিনা বেগম,আসহাব উদ্দিন, সরোয়ার কামাল, শাহাবুদ্দিন, মনিরুজ্জামান, সেলিনা আক্তার,এহাছানুল হক, আজিজুল হক, নুরুল হোছাইন, সায়েদা নাসরিন,আবু ইসহাক, মামুনুর রশিদ, আরিফুর রহমান সহ অভিভাবকগন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email