মিয়ানমারের ছোড়া গু’লি আসলো নাইক্ষ্যংছড়ি’র সীমান্তে,আ’ত’ঙ্কে সীমান্তবাসী

 

এক মাস অব্দি মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেনি। বন্ধ থাকার পর ফের গুলাগুলির ঘটনা ঘটেছে মিয়ানমারের অভ্যন্তরে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতের প্রথম প্রহরে মিয়ানমার থেকে একটি ছোড়া গুলি নাইক্ষ্যংছড়ি সীমান্তের এপারে এসে পড়ে। এমনকি স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের বসত বাড়ি ভেদ করে পড়ে একটি গুলি। স্থানীয় বাসিন্দা মো ওসমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলির শব্দ এপারে শোনা আসে। ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলির ঘটনায় সীমান্তে বিজিবি’র টহল তৎপরতা বাড়িয়েছে এমন দৃশ্যও দেখা গেছে।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, মিয়ানমারের ছোড়া একটি গুলি এপারে স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের বসত বাড়িতে এসে পড়ে। গুলি এসে পড়া স্থানে পুলিশ ও বিজিবির পৃথক দুটি দল পরিদর্শন করেন। এবং গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তের বাড়িতে পড়া মিয়ানমার থেকে ছোড়ে আসা গুলিটি সেখানে গিয়ে নিয়ে আসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email