সন্দ্বীপে পুলিশ পরিচয়ে চাঁ’দা’বা’জির ঘ’টনায় একজন গ্রে’ফ’তা’র

 

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ পরিচয়ে যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম খাদেম ওরফে খাদেম হুজুর। সেই স্থানীয় পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

সন্দ্বীপ থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় সন্তোষপুর ইউনিয়নের মোস্তফা এগ্রো ফার্ম থেকে পাভেল নামের এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে অপহরণ করে চাঁদা দাবি করে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীরা। ভুক্তভোগী এ সংক্রান্ত সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন। একই মামলায় অপর অভিযুক্ত যুবকের নাম রাকিব।তাঁর পিতার নাম নুর ইসলাম ইসন।তিনি পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়,সন্দ্বীপ থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বেশকিছু দিন থেকে চাঁদাবাজি করে আসছিল। এরই প্রেক্ষিতে সন্দ্বীপ থানা পুলিশ কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দেয়ার জন্য অনুরোধ জানান।
গ্রেফতার ও মামলার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন,সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে সন্দ্বীপ থানা পুলিশ জিরো টলারেন্স থাকবে। এ মামলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email