বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বান্দরবানে ১৬টি দল নিয়ে আয়োজন করা হয়েছে জাতীয় অনূর্ধ্ব ১৭ (বালক ও বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা প্রশাসক বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে অনূর্ধ্ব-১৭ বছরের বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে আয়োজন করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক প্রতিভার বিকাশ, মনোবল বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বান্দরবান জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি টুর্নামেন্টটি ৩০ জানুয়ারি বেলা ১টায় উদ্বোধন করবেন এবং ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন। বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভা (বান্দরবান পৌরসভা) থেকে বালক ও বালিকা দলসহ মোট ১৬টি দল বান্দরবান জেলা পর্যায়ে অংশ নিবে । বান্দরবান জেলা পর্যায়ে অংশগ্রহণকারী ৮টি বালক দল থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে বান্দরবান জেলা বালক (অনূর্ধ্ব-১৭) দল গঠিত হবে। অনুরূপভাবে, বান্দরবান জেলা পর্যায়ে অংশগ্রহণকারী ৮টি বালিকা দল থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে বান্দরবান জেলা বালিকা (অনূর্ধ্ব-১৭) দল গঠিত হবে। উক্ত বালক ও বালিকা দল ২টি আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

এই টুর্নামেন্টের মাধ্যমে ৬৪ জেলা থেকে বাছাইকৃত ৪০ জন বালক ও ৪০ জন বালিকা ২ মাসব্যাপী ঢাকা বিকেএসপিতে সরকারি অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এছাড়া, উক্ত ৪০ জন বালক থেকে ১৮ জন বালক সরকারি অর্থায়নে ব্রাজিল এবং ৪০ জন বালিকা থেকে ১৮ জন বালিকা সরকারি অর্থায়নে পর্তুগাল যাওয়ার সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সহকারী কমিশনার আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. নবাব আলী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email