চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজারের অবৈধভাবে দখলে থাকা জায়গা উচ্ছেদ করল কর্ণফুলী উপজেলা প্রশাসন।
সোমবার(২৭ জানুয়ারি )বিকাল তিনটায় কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নিবাহী ম্যাজিস্ট্র্যেট রয়া ত্রিপুরা কলেজ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য,কলেজ বাজারের জায়গাটি দীর্ঘদিন ৮ টি অবৈধ দোকান সৃষ্টি করে দখল করে রাখেন।
স্থানীয় জনসাধারণ ও বাজার কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে জনগুরুত্বপূর্ণ গণ শৌচাগার টয়লেট করার জন্য বিগত সময়ে কলেজ বাজারের এই স্থানটি পাবলিক টয়লেটের প্রকল্পের জায়গা হিসাবে চিহ্নিত করা হয়।
চট্টগ্রাম জেলা এলজিইডি নন-মিউনিসিপ্যাল প্রজেক্টে পাঠানো হয়।তারই প্রেক্ষিতে উক্ত প্রকল্পের কর্ণফুলী উপজেলারে বিভিন্ন স্থানে পাবলিক চারটি টয়লেট জন্য.৭৭.১৮.০০০/=
( সাতাত্তর লাখ আঠারো হাজার )টাকা টেন্ডার করা হয়। উক্ত টেন্ডারে পটিয়া ঠিকাদার ” নিপা এন্টারপ্রাইজ “নির্বাচিত হয় । ওয়ার্ক অর্ডার অনুযায়ী ০২/০৫/২০২৪ তারিখ উক্ত প্রকল্পের (কলেজ বাজার) টয়লেটের জন্য ২০’ফুট প্রস্থ ও ৩২’ফুট দৈর্ঘ্য সর্ব প্রথম লে-আউট দেওয়া হয়েছিলো এছাড়াও এখানে ৩’ফুট প্রস্থের একটি ড্রেন ও রয়েছে। শিকলবাহা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান ও শিকলবাহা ইউপি ৭নং ওয়াড় সদস্য মোঃ রফিক বিরোধিতা কারণে কন্ট্রাকটার কাজ বন্ধ করতে বাধ্য হয়।
এই বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী অপু দাশ বলেন, বিগত উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ নির্ধারিত স্থান পরিদর্শন করে পাবলিক টয়লেট নির্মাণের জন্য উক্ত স্থান নির্বাচিত করেন, যেহেতু সেই স্থানে বিগত সময় টয়লেট ছিল সেই সময় দখলদার অবৈধভাবে থাকা দোকানিদের জায়গা ছেড়ে দিতে নির্দেশ প্রদান করে। উল্লেখ্য যে এই প্রকল্পের বাকি তিনটি টয়লেটের কাজ সম্পূর্ন হলেও কলেজ বাজারে কাজটি আবারও শুরু করতে চাইলে অবৈধভাবে দখলে থাকা দোকানদার বাধা হয়ে দাঁ¿ড়ায়, স্থানীয় উপজেলা প্রশাসন ২৩/০১/২০২৫ তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অবৈধভাবে বাজারের জায়গা দখলে থাকা দোকানিদের উচ্ছেদ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রয়া ত্রিপুরা বলেন,উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক সাড়ে তিন শতক জায়গায় পাবলিক টয়লেট নির্মাণের জন্য নির্ধারণকৃত স্থানে উচ্ছেদ করি। সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসে কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও কর্ণফুলী থানার পুলিশ এবং আনসার সদস্য টিম।