১৬ বছর পর উখিয়ায় নিজ বাড়িতে বিডিআর সদস্য

 

আলোচিত বিডিআর বিদ্রোহের পিলখানা হত্যাকাণ্ডের জেরে দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর বাড়ি ফিরেছেন বিডিআর সদস্য ইউসুফ।তার বাড়ি কক্সবাজারের উখিয়ায়। মোহাম্মদ ইউসুফ গত বৃহস্পতিবার মুক্তি মিললেও ঢাকায় চিকিৎসা পরবর্তী রবিবার( ২৬ জানুয়ারী) সন্ধ্যায় আপন নীড়ে পোঁছায় সে।
মোহাম্মদ ইউসুফ উখিয়ার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল কলেজ গেইট সংলগ্ন মোহাম্মদ ইলিয়াছের পুত্র। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সে প্রথম। আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০০৮ সালে যোগ দিয়েছিলেন বিডিআরে। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। পিলখানার ঘটনায় আসামি হয়ে চাকরিচ্যুত করে পাঠানো হয় জেলে।

এদিকে ইউসুফের বাড়িতে আসার খবরে গ্রামের লোকজন দেখতে ভিড় করছেন।তাকে ফিরে পেয়ে খুশি পরিবার ও এলাকাবাসী।
ইউসুফের ভাই মামুন জানান,চাকরি পাওয়ার পর মা-বাবা ও আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু এক বছর যেতে না যেতেই সব খুশি ম্লান হয়েছিল। চাকরি করে উপার্জন করে বড় ভাই আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কথা ছিল। কিন্তু তার উল্টো হয়েছে।
ইউসুফের খালাত ভাই নাসির জানান, ছেলের জন্য নানা দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন ইউসুফের বাবা ও মা। এখনো তারা অসুস্থ রয়েছে।
ইউসুফের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুফ আর ফিরবে না, এমনটাই ধরে নিয়েছিলাম পুরো আমরা। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। এরই মধ্যে ঘটনার পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ.ন ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় দিয়েছে সরকার। এরই মধ্যে ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুন্যাল-২-এর বিচারক ইব্রাহীম মিয়া সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলায় ইউসুফ সহ অন্যান্য আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।
ইউসুফকে দীর্ঘদিন বিনা অপরাধে কারাগারে থাকা এবং তার পেছনে খরচ করতে গিয়ে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত পরিবারটি। তার ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করেছেন তার আত্নীয় স্বজনরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email