চট্টগ্রামে ১১ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ৯-এপিবিএন।
সোমবার(২৭ জানুয়ারী) এসব মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ৯এপিবিএন’র এডিশনাল ডিআইজি মোহাম্মদ শামসুল হক।
শামসুল হক জানান, হারানো মোবাইল উদ্ধার’সহ অনলাইন প্রতারণা,সাইবার অপরাধ, মানব পাচার রোধ’সহ সকল অপরাধমূলক কাজ প্রতিরোধে কাজ করছেন তার ইউনিট।
সংবাদটির পাঠক সংখ্যা : 114